১. ০১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
2. শিক্ষা প্রশাসনের সক্ষমতা, স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি ও কার্যকর করার জন্য উপজেলা থেকে জেলা পর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
৩. শিক্ষার সর্বক্ষেত্রে মান ও সমতা নিশ্চিতকরণ জোরদার করা হয়েছে।
৪. সৃজনশীল প্রশ্নপদ্ধতির মাধ্যমে পরীক্ষা গ্রহণ চলমান। ভবিষ্যতে এ ধারায় শিক্ষক-শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা হবে।
৫. শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংক্রান্ত কাজে প্রায় ৩২ জন কর্মকর্তা নিয়োজিত।
৬. প্রতি বছরের ন্যায় এ অর্থ বছরেও জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।
৭. প্রতিষ্ঠান ভিত্তিক মুক্তিযুদ্ধের গল্প শুনানো কার্যক্রম অব্যাহত থাকবে।
৮. বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস